Home » সিলেট ভোলাগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল শুরু

সিলেট ভোলাগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল শুরু

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে।”

গত সোমবার (১ অক্টোবর) সিলেট নগরীর মজুমদারী বাস স্ট্যান্ড থেকে এই সড়কে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আধা ঘণ্টা পর পর বাস-মিনিবাস চলাচল করবে।”

সোমবার দুপুরে সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই সড়কে বাস-মিনিবাস চলাচলের উদ্বোধন করা হয়।”

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির (পলাশ), সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ঝুনু, সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিমাদ আহমদ রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম আহমদ ফলিক, কার্যকরী সভাপতি মো. রুনু মিয়া, সহ-সম্পাদক ময়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সামছুল ইসলাম (মানিক), সদস্য মো. বেলাল আহমদ, সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মো. সফিক মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান।”

উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুল হাসিব। মোনাজাত শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ভাড়া নির্ধারণ করা হয়।”

পাড়ুয়া, ভোলাগঞ্জ থেকে মজুমদারী বাস স্ট্যান্ডে ৬৫ টাকা, বউ বাজার থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৬০ টাকা, টুকেরবাজার থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৫৫ টাকা, থানা বাজার থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৫০ টাকা, তেলিখাল থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৪৫ টাকা, কাটাগাঁঙ্গ থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৪০ টাকা, খাগাইল থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৩৫ টাকা, বহরগাটা থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৩০ টাকা, সালুটিকর থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ২০ টাকা, লালবাগ থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ১৫ টাকা, ধোপাগুল থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ১০ টাকা ও বাইপাস থেকে মজুমদারী বাস স্ট্যান্ড ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *