Home » কুমিল্লায় রোপা-আমন ধান বাঁচাতে আলোর ফাঁদ স্থাপন

কুমিল্লায় রোপা-আমন ধান বাঁচাতে আলোর ফাঁদ স্থাপন

কুমিল্লা: কুমিল্লায় ক্ষতিকর পোকা থেকে রোপা-আমন ধানকে রক্ষা করতে আলোর ফাঁদ স্থাপন করা হচ্ছে। গতকাল কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকে অর্ধশতাধিক আলোর ফাঁদ স্থাপন করা হয়।
নাঙ্গলকোট উপজেলার অন্তত ত্রিশজন কৃষক জানান, গত কয়েকদিন ধরে সবুজপাতা ফড়িং ও টুংরো পোকার আক্রমনে ক্ষতিগ্রস্থ হচ্ছে মাঠে থাকা রোপান আমন ধানের চারাগুলো।”

এতে ভিষণ চিন্তাগ্রস্থ তারা। তবে এমন খবরে কৃষকদের জন্য নাঙ্গলকোট উপজেলা কৃষি দফতর থেকে পোকা দমনের জন্য আলোর ফাঁদ স্থাপনের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানা যায়।”

নাঙ্গলকোট উপজেলার কৃষিকর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান, আর কিছু দিন পরে রোপা আমনের শীষ আসবে। এ সময় পোকার আক্রমন কৃষকদেরকে ভীষণ চিন্তিত করে তুলেছে। কৃষি অধিদপ্তর থেকে আমরা কৃষকদেরকে জমির পাশে আলোর ফাঁদ স্থাপনে বুদ্ধি পরামর্শ দিচ্ছি। এতে খুব অল্প সময়ে রোপা আমনের জন্য ক্ষতিকর সবুজপাতা ফড়িং ও টুংরো পোকা দমন করা সম্ভব হবে। তিনি আরো জানান, এখন পর্যন্ত উপজেলার অন্তত ৩৭ টি বল্কে রোপা আমনের ক্ষেতের পাশে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।”

নাঙ্গলকোট উপজেলার উপসহকারী কৃষিকর্মকর্তা জোনাইদ হাসান জানান, নাঙ্গলকোট পৌরসভার বিভিন্ন ব্লকে সরেজমিনে গিয়ে কৃষকদেরকে আলোর ফাঁদ স্থাপনে সহযোগিতা করছি। আশা করছি খুব দ্রুতই রোপা আমনের জন্য ক্ষতিকর সবুজপাতা ফড়িং ও টুংরো পোকা দমনে কার্যকর হবে আলোর ফাঁদ ।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *