শনিবার সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ৯ ফুট লম্বা একটি বিশাল ডলফিন ধরা পড়েছে। এর ওজন প্রায় ২শ’ কেজি।”
জানা গেছে, জেলে নয়া মিয়া নৌকায় করে মুটজাল দিয়ে যখন মাছ ধরছিলেন তখন ফুলছড়ি উপজেলার রতনপুর হাজিরহাট এলাকায় তার জালে এই বিশাল ডলফিনটি আটকা পড়ে। অনেক পানি থেকে ডলফিনটি নৌকায় তোলা সম্ভব হলেও পরবর্তীতে তা মারা যায়। লম্বা চোয়ালের ধারালো দাঁত বিশিষ্ট এই ডলফিনটিকে স্থানীয় লোকজন জলজ প্রাণী শুশুক বলেও সম্বোধন করে থাকেন। সম্ভবত বয়সের ভাড়ে জরাজীর্ণ এই ডলফিনটি দুর্বল হয়ে জালে আটকা পড়ে।”
মৃত এই ডলফিনটি এখন বরফ দিয়ে রাখা হয়েছে। এলাকার বিপুল সংখ্যক কৌতুহলী লোকজন ওই ডলফিনটি দেখার জন্য জেলে নয়ার মিয়ার বাড়িতে ভীড় জমাচ্ছে।”
প্রসঙ্গত, নদী তীরবর্তী জেলে ও চরাঞ্চলের স্থানীয় লোকজনদের কাছে জানা গেছে, এতদঞ্চলে ব্রহ্মপুত্র-যমুনা নদীতে এমনকি ঘাঘট ও তিস্তা নদীতেও বর্ষাকালে পানি বৃদ্ধি পেলে আগে অনেক শুশুক বা ডলফিন দেখা যেতো। কিন্তু ইদানিং তার সংখ্যা অনেক কমে গেছে।”