দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ‘মনিটর’ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় এ নির্দেশ প্রদান করেন আইজিপি জাবেদ পাটোয়ারী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব নিউজ পোর্টালে এ সংবাদ দেওয়া হয়।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কেউ যাতে কোনো ধরনের গুজব ছড়াতে বা প্রচারণা চালাতে না পারে সে জন্য সব ‘সোশ্যাল মিডিয়া মনিটরের’ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, এমন প্রচারণা চালালে তা বন্ধ করার এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ প্রদান করেন তিনি।
ড. জাবেদ পাটোয়ারী যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি প্রতিমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।’
পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের মতো এবারও দেশব্যাপী শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।’
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত পূজা উদযাপন পরিষদ নেতারা দুর্গাপূজাকে সামনে রেখে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পুলিশের সক্ষমতা অতীতের চেয়ে বর্তমানে অনেক বেড়েছে, দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনসহ অন্যান্য ক্ষেত্রে পুলিশ এরইমধ্যে তাদের সক্ষমতা প্রমাণ করতে সমর্থ হয়েছে।’ আসন্ন দুর্গাপূজাও সারা দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। এ বছর সারা দেশে প্রায় ৩০ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে বলে পূজা উদযাপন পরিষদ নেতারা জানান।
নির্বাহী সম্পাদক