কলকারখানার জন্য যে পরিমাণে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড বাতাসে মেশে, তাতে ফি বছর ভারতের ক্ষতি হয় প্রায় ২১ হাজার কোটি মার্কিন ডলার। বিশ্বে একমাত্র আমেরিকারই দূষণের জন্য আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়ে বেশি। ভারতের পরেই তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব।
সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হালের একটি গবেষণা এই তথ্য দিয়েছে। গবেষণাপত্রটি ছাপা হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’-এ। মূল গবেষক সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাথরিন রিকে বলেছেন, ‘‘এর মানেটা হল, তাপমাত্রা বাড়লেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি কমে যায়।’’
গবেষণা জানিয়েছে, আমেরিকায় কলকারখানা থেকে ফি বছর বাতাসে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশে ৫০০ কোটি মেট্রিক টন। যার ফলে প্রতি বছর গড়ে আমেরিকার আর্থিক ক্ষতি হয় প্রায় ২৫ হাজার কোটি ডলার। তবে কলকারখানা থেকে বেরিয়ে আসা কার্বন ডাই-অক্সাইড গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে বাতাসে মেশে চিনে। তাতে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়, সেই নিরিখে প্রথম পাঁচটি দেশের মধ্যে নাম রয়েছে চিনের।
নির্বাহী সম্পাদক