সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদারকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন।
বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (সিকৃবিসাস) ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় টিএসসি ভবনের তিনতলায় এক মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এতে সংগঠন গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ লুব্ধক থিয়েটার, সিকৃবি ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, মেট্রোনোম মিউজিক্যাল ক্লাব ও ফিল্ম সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তারা, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণে নবনিযুক্ত উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
প্রফেসর ড. মতিয়ার রহমান তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে এবং সেক্ষেত্রে যে কোন সহযোগিতা তার পক্ষ থেকে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
নির্বাহী সম্পাদক