Home » সামারগাও প্রাথমিক বিদ্যালয়ে লাইফ শেয়ার এর বৃক্ষরোপণ ৩য় পর্যায়ে

সামারগাও প্রাথমিক বিদ্যালয়ে লাইফ শেয়ার এর বৃক্ষরোপণ ৩য় পর্যায়ে

ফখর উদ্দিন: সুনামগঞ্জ জেলায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। লাইফ শেয়ার এর গ্রীন ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়। ১৫-০৯-২০১৮ তারিখ আম জাম জলপাই পেয়ারা মেহগনি সহ কয়েক প্রজাতির কাঠ ও ফলের গাছ রোপণ করে লাইফ শেয়ার। এতে উপস্থিত ছিলেন সামারগাও স্কুলের প্রধান শিক্ষক মুহিবুর রহমান কয়েস, ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলে সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ আরো উপস্থিত ছিলেন লাইফ শেয়ার এর সহ-সভাপতি মতিউর রাহমান বাবর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এস কছির আলী, গ্রীন ওয়ার্ল্ড এর পরিচালক আহমেদ সাদি আজাদ সহকারি পরিচালক বাতির আহমেদ সদস্য জয়নুল ইসলাম, আব্দুল বাসিত রেজন, ইমদাদুল হক, ইমরান আহমেদ এবং আক্তার হুসেন। প্রধান স্কুলের প্রধান শিক্ষক জনাব মুহিবুর রহমান কয়েস বলেনঃ- এই স্কুলে জয়েন করেছি খুব বেশি দিন হয়নি, এখানকার যাতায়াত ব্যাবস্থা খারাপ থাকায় ডিজিটাল বাংলাদেশে এই স্কুলটা এখনো অবহেলিত, বৃক্ষরোপণ এর মত মহান কাজ করায় লাইফ শেয়ার কে সাধুবাদ জানাই, ফলের গাছ রোপন আমার খুব ভাল লেগেছে। লাইফ শেয়ার এর সেক্রেটারী মোঃ জিয়াউর রহমান বলেনঃ- আমরা বৃক্ষরোপণ এর মাধ্যমে সমাজের ঋণ পরিশোধ করার চেষ্টা করছি, না জানি কত গাছ কেটে রান্নার কাজে ব্যবহার করেছি, কত ফল খেয়েছি, কত গাছ এমনিতেও কেটেছি, প্রকৃতির কাছে আমার কয়েক হাজার গাছের ঋণ আছে মরার আগে পরিশোধ করতে চাই। আমাদের পর্যাপ্ত অক্সিজেন আর ফলের জন্য হলে গাছ রোপণ করতে হবে। বেঁচে থাকার জন্যও গাছের গুরুত্ব অপরীসীম, মানুষকে স্বাস্থ্য সেবা প্রধান এবং স্বাস্থ্য সচেতন করা Life Share এর উদ্দেশ্য। সহ সভাপতি মতিউর রহমান বাবর বলেনঃ- মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য দরকার মনোরম পরিবেশ, আর এতে গাছের কোন বিকল্প নেই। ইনশাআল্লাহ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *