অনলাইন ডেস্ক:
বগুড়ায় বিভিন্ন ফাস্টফুড ও চায়নিজ রেস্তোরাঁ থেকে আপত্তিকর অবস্থায় ৪০ শিক্ষার্থীকে আটক করে অভিভাবকদের হাতে তুলে দিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, এসব শিক্ষার্থীদের বেশির ভাগই স্কুলপড়ুয়া। ক্লাস ফাঁকি দিয়ে তারা এসব রেস্তোরাঁয় এসেছিল।
বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে এসব শিক্ষার্থীদের অভিভাকদের ডেকে তাদের হাতে সন্তানদের তুলে দেন এবং সন্তানদের প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, বগুড়া নগরী ও শহরতলিতে কিছুদিন ধরেই ফাস্টফুডের কয়েকটি দোকান ও চায়নিজ রেস্তারাঁয় কপোত কপোতিদের অবৈধ মেলামেশা চলছিল। অভিযোগ পাওয়া যায় অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ওইসব চায়নিজ রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানে কপোত কপোতিদের কেবিনের ব্যবস্থা করে দেয়া হয়।
অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নগরীর টাইমকার্ট, জলেশ্বরীতলার টেন-ইলেভেন, অনিয়ন, সরকারি আজিজুল হক কলেজ এলাকার হোটেল হ্যাভেন ফোর্টে অভিযান চালায়। এ সময় স্কুল ও কলেজ ড্রেস পড়া ২০ জন ছেলে ও ২০ জন মেয়েকে ওই সব স্থানে থাকার কারণ জিজ্ঞাসা করে সদুত্তর না পেয়ে আটক করে জেলা প্রশাসন অফিস সম্মেলন কক্ষে আনা হয়। এরপর তাদের অভিভাবকদের ফোনে ডেকে এনে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
নির্বাহী সম্পাদক