মোঃ নাজিম উদ্দিন: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ৫ম শ্রেণি পড়ুয়া এক শিশু (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এরফানুল হককে বুধবার দুপুরে সাতকানিয়া পৌরসভার সতিপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এরফানুল হক ওই শিশুর ছোট খালার স্বামী ও লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দামীরঘোনা এলাকার ওমর হাকিমের পুত্র।
জানা যায়, এরফানুল হক তাঁর পরিবার ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে সতিপাড়া এলাকার এডভোকেট জহির উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া করে বসবাস করেন। এরফানুলের স্ত্রীর বড় বোনের মেয়ে ওই ছাত্রী নানা-নানীর সঙ্গে ওই ভাড়া বাসায় থাকত। গত সোমবার দিবাগত রাতে এরফানুল ওই শিশুটিকে ফুঁসলিয়ে ও জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি গত ১২ সেপ্টেম্বর বুধবার সকালে জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়। দুপুরের দিকে পুলিশ এসে ওই ভাড়া বাসা থেকে এরফানুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে এরফানুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এরফানুল ওই শিশুটির ছোট খালার স্বামী। এ ঘটনায় শিশুটির মায়ের দ্বিতীয় স্বামী বাদী হয়ে বুধবার দুপুরে সাতকানিয়া থানায় মামলা করেছেন।
নির্বাহী সম্পাদক