Home » কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান নিয়ে প্রশ্ন উঠেছে

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান নিয়ে প্রশ্ন উঠেছে

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোর সুযোগ সুবিধাসহ শিক্ষক স্বল্পতার কারণে মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থী”

এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, অভিভাবকরা অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার ব্যয় বহন করেন। তাই উচ্চ শিক্ষা নিতে এসে শিক্ষার্থীরা যেন শিক্ষিত ও অভিজাত বেকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা নামে বাণিজ্য কোনভাবেই গ্রহণ করা হবে ”

এ সময় মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া অনেক প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, অবকাঠামোর সুযোগ সুবিধাসহ শিক্ষক স্বল্পতার কারণে মান সম্মত শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। উচ্চ শিক্ষার প্রতিটি স্তরে তত্বাবধান জোরদার করতে হবে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *