Home » সমকামী তরুণীদের বেত্রাঘাত ঠিক হয়নি: মাহাথির

সমকামী তরুণীদের বেত্রাঘাত ঠিক হয়নি: মাহাথির

মালয়েশিয়ায় সম্প্রতি সমকামিতার অভিযোগে দুই তরুণীকে জনসম্মুখে বেত্রাঘাত করার বিষয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহতির মোহাম্মদ।”

তার মতে, ওই দুই তরুণীকে বেত্রাঘাত করা ঠিক হয়নি। এতে ইসলামি ন্যায়বিচার প্রতিফলিত হয়নি।

মাহতির বলেন, এ ইস্যুতে মন্ত্রীপরিষদ ৫ আগস্ট বুধবার আলোচনা করেছে। সেখানে বলা হয়েছে, এই শাস্তির মধ্য দিয়ে ন্যায়বিচারের মানদণ্ড প্রতিফলিত হয়নি। এমনকি ইসলামের প্রতি সহানুভূতিও প্রকাশ পায়নি। মন্ত্রীপরিষদ মনে করে ওই তরুণীরা যা করেছিলেন তা ছিল তাদের প্রথম অপরাধ। তাই প্রথমে তাদেরকে উপদেশ দেয়া ছিল বেশি যথাযথ। তাদেরকে প্রথমবারেই বেত্রাঘাতের শাস্তি দেয়া উচিত হয়নি।”

তিনি আরও বলেন, এটা প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলাম কোনও কঠোর ধর্ম নয়। এমন কঠোরতার পথ দেখায় না ইসলাম। যখন আমরা কোনও কাজ শুরু করি তখন মহান আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করি।”

গত সোমবার (৩ আগস্ট) দেশটির টেরেংগানু প্রদেশে গাড়ির ভেতরে সমকামিতার অভিযোগে দুই তরুণীকে জনসম্মুখে বেত্রাঘাত করে একটি ধর্মীয় আদালত।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *