Home » জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড উদ্যোক্তা-সংগঠকদের নাম নিবন্ধন চলছে

জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড উদ্যোক্তা-সংগঠকদের নাম নিবন্ধন চলছে

২০১৫ ও ২০১৭ সালের ন্যায় এবারো দেশের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা তরুণ সংগঠক ও সংগঠনকে সম্মাননাস্বরূপ ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেবে ‘ইয়াং বাংলা’। এ লক্ষ্যে দেশজুড়ে অফলাইন ও অনলাইনে চলছে নাম নিবন্ধন।”

১৮ থেকে ৩৫ বছর বয়সী সংগঠকরা আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। এবার, উদ্ভাবন, উদ্যোক্তা, সংস্কৃতি-শিক্ষা ও লিঙ্গ সমতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০টি ক্যাটাগরিতে ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেবে সিআরআই-এর সহযোগী সংগঠনটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বরিশাল ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে ‘ইয়াং বাংলা’।”

বরিশাল: জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আকতারসহ ‘ইয়াং বাংলা’র সদস্যরা উপস্থিত ছিলেন। এসময়, ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠক ফায়েজ বেলাল। লিখিত ধারণাপত্র পাঠ করেন ইয়াং বাংলার সদস্য ইসরাত জাহান মিতু।

ঝিনাইদহ: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে কথন সাংস্কৃতিক সংসদ-কসাস। এ সময় প্রশাসক সরোজ কুমার নাথ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও কসাসের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কসাস সভাপতি ও জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠক উম্মে সায়মা জয়া জানান, রেজিস্ট্রেশন বুথের মাধ্যমে আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত ঝিনাইদহ ও কুষ্টিয়ার আবেদনপত্র জমা নেয়া হবে। তবে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন সংগঠকরা।”

গাইবান্ধা: একই বিষয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় বক্তারা জানান, অনলাইনের আবেদনের প্রেক্ষিতে অক্টোবর মাস জুড়ে চলবে যাচাই-বাছাই প্রক্রিয়া। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের অ্যাওয়ার্ড দেয়া হবে।”

এছাড়া নওগাঁয়ও সংবাদ সম্মেলন করেছে ‘সিআরআই ও ইয়ংবাংলা’ সমন্বয় কমিটি। ‘তোমরা জয়ে বাংলার জয়’-এ প্রতিপাদ্য নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইয়াং বাংলা। ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে তরুণদের দক্ষতা ও জাতীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে লাখ লাখ তরুণের স্বপ্নের সংগঠনটি।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *