Home » মানিকগঞ্জ মাতালো ”অপ্রতিরোধ্য অগ্রযাত্রা উন্নয়ন কনসার্ট”

মানিকগঞ্জ মাতালো ”অপ্রতিরোধ্য অগ্রযাত্রা উন্নয়ন কনসার্ট”

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা উন্নয়ন কনসার্ট’ 

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। জেলা প্রশাসণের সহযোগিতায় অনুষ্ঠিত কনসার্টে সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ, কনা ও দলছুটসহ দেশের জনপ্রিয় শিল্পিরা গান পরিবেশ করেন। তার মনমাতানো পারফর্মে মাতোয়ারা থাকেন হাজারো দর্শক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *