Home » জৈন্তাপুরে খদ্দের সহ পতিতা আটক

জৈন্তাপুরে খদ্দের সহ পতিতা আটক

অসিম দাস, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট মোকাম টিলায় খদ্দেরসহ এক পতিতাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং পতিতালয়ের মালিক রঙন বিবিকেও আটক করা হয়।জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট এর উপস্থিতিতে অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির,সেকেন্ড ইন কমান্ড ইন্দ্রনীল ভট্টাচার্জ রাজন সহ কয়েকজন কনষ্টেবলকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে এলাকার কিছু প্রভাবশালীদের মদদে রঙনা বিবি তার নিজ বসত বাড়ীতে এই ছোট পতিতালয় পরিচালনা করে আসছিল।ইতিপূর্বেও আরো একজন খদ্দেরসহ আরেক পতিতাকে আটক করেছিল পুলিশ।কিছু প্রভাবশালিদের মদদে কোন কিছু তোয়াক্কা না করে রঙ্গন বিবি তার অসামাজিক কার্যকলাপ চালিয়ে অাসছিল।জৈন্তাপুর মডেল থানা জানায় দীর্ঘদিন থেকে রঙন বিবির পতিতালয় বন্ধের দাবি জানিয়ে আসছিল জৈন্তাপুর উপজেলার সচেতন মহল যার ফলে পুলিশ এঈ অভিযান চালায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *