Home » বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা-শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা-শ্যাম বেনেগাল

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবেন ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

সোমবার ২৭ আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। চলচ্চিত্রের গুণগত মান বিবেচনার জন্য তিন সদস্যের বিশেষজ্ঞ দল থাকবে বলেও জানান তিনি।”

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, তিনজন পরিচালকের মধ্য থেকে শ্রী শ্যাম বেনেগালকে বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণের জন্য তার জীবন ও কর্ম নিয়ে আমরা নির্বাচন করেছি। এ চলচ্চিত্রটি নির্মাণের সময় বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট একটি দল থাকবে। এরা হলেন- যারা বঙ্গবন্ধুকে জানেন। এবং তার রাজনৈতিক সহকর্মী ছিলেন, এমন একজনও থাকবেন। এছাড়াও ব্যক্তি বঙ্গবন্ধুকে চিনেন এমন একজনও থাকবেন। ওই ছবির নির্মাতা ও টিমের কাছে যেকোনো সময়ে সাহায্য সহযোগিতা চাইবেন।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *