শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:
ঈদুল আজহা পালনে দুদিনের সফরে সিলেটে এসেছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার দুপুর সিলেটে পৌছে তিনি বাদাঘাটে নির্মিত নতুন কারাগার এবং নগরীর জেলরোডের বর্তমান কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী বলেন-কর্মজীবনে এটাই তারে শেষ ঈদ। বয়স বাড়ায় শারিরিক কারণে ভবিষ্যতে আর কোন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই তার। অর্থমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বর থেকে সিলেটের বাদাঘাটে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারের স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, পুরাতন কারাগারের ভেতরে দশটি ঐতিহাসিক স্থান রয়েছে। সেগুলো সংরক্ষণ করে পুরাতন কারাগারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পার্ক নির্মাণ করা হবে। পুরাতন কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সেখানে বঙ্গবন্ধু মিউজিয়াম করার পরিকল্পনার কথা জানান তিনি।
বার্তা বিভাগ প্রধান