প্রথমবারের মতো এবার দেশি পশু কুরবানির চাহিদার পুরোটাই মেটাতে সক্ষম হয়েছে। হাটগুলোতে খামারি ও কৃষকদের লালন করা গরুরই সমাগম হয়েছে সবচে বেশি। দাম একটু বেশি হলেও দেশি গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। পাশাপাশি ন্যায্য দাম পেয়ে লাভবান হয়েছেন বিক্রেতা ও খামারিরা। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, খামারে পর্যাপ্ত সংখ্যক গরু পালন করায় দেশি গরুতে চাহিদা মেটানো সম্ভব হয়েছে। আর প্রশাসনের কঠোর নজরদারিতে অবৈধভাবে গরু আমদানি বন্ধ হওয়ায় দেশের পশু সম্পদকে স্বাবলম্বী করতে সহায়তা করেছে।
দেশি জাতের গরু-ছাগলে জমে উঠে সিলেটের পশুরহাট। ভারতীয় গরু না থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতা-বিক্রেতারা।
কুষ্টিয়া
ভারত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় দেশি জাতের গরুতে জমে ওঠে কোরবানির পশুর হাট। উৎসবমুখর পরিবেশে বেচাকেনা হয় দেশি জাতের গরু-ছাগল। তবে, দাম একটু বেশি হলেও দেশি গরু কিনতে পেরে খুশি ক্রেতারা।
যশোর
যশোরের পশুর হাটগুলোতে দেশি গরুর ব্যাপক সমাগম হয়। ভারতের গরু আসা বন্ধ থাকায়, ন্যায্য দাম পেয়ে খুশি বিক্রেতা ও খামারিরা।
হিলি
হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আমদানি বন্ধ রাখার জন্য বাড়তি নজরদারি জোরদার করা হয় বলে জানায় বিজিবি।
নওগাঁ
নওগাঁর পশুর হাটে দেশি গরুর আধিক্য ছিলো সবচেয়ে বেশি। সীমান্তে কঠোর নজরদারির কারণে অবৈধভাবে গরু আমদানি বন্ধ হয় বলে জানান জেলা প্রশাসক।