Home » ঈদের আগেই বিজিএমইএর সব শ্রমিক বেতন-বোনাস পেয়েছে

ঈদের আগেই বিজিএমইএর সব শ্রমিক বেতন-বোনাস পেয়েছে

ডেস্ক নিউজ:  বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর অধীনে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের প্রথম সহ-সভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু। তিনি বলেন, ‘জুলাই মাসের বেতন-ভাতা দেওয়া হয়েছে শতভাগ কারখানায়। একইভাবে ঈদের আগেই বোনাসও দেওয়া হয়েছে প্রায় শতভাগ কারখানায়।সোমবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ কথা বলেন মইনুদ্দিন আহমেদ মিন্টু। এ সময় সংগঠনটির সহ-সভাপতি এস এম মান্নান,  মোহাম্মদ নাছির উপস্থিত ছিলেন। মইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, ‘এ পর্যন্ত ঈদের ছুটি দেওয়া হয়েছে ৯০ শতাংশ কারখানায়। আজকের (সোমবার) মধ্যেই অবশিষ্ট কারখানাগুলো ছুটি দেওয়া হবে।’  তিনি বলেন, ‘মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অধিকাংশ কারখানায় আগস্ট মাসের অগ্রিম ১০ থেকে ১৫ দিনের বেতন পরিশোধ করা হয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘আমাদের সদস্য কারখানার বেতন-বোনাস নিয়ে আমরা কথা বলবো। অন্য কারখানার কথাতো আমরা বলতে পারবো না। সেটা আমাদের দায়িত্বও নয়।’ অরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাছির বলেন, ‘বোনস প্রায় শতভাগ কারখানায় দেওয়া হয়েছে। যেগুলো বাকি আছে, সোমবার বিকাল পাঁচটার মধ্যে সেসব কারখানার বোনাস দেওয়া হবে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *