প্রিন্সিপ্যাল সালমান আহমেদ চৌধুরী ফুলতলী বলেন যে-
“হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহি’র মকবুল খেদমত “দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট” আজ বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে । সহীহ শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষার মিশনে জীবন উৎসর্গ করার কারণেই ছাহেব কিবলাহ ফুলতলীকে (রাহিমাহুল্লাহ্)আল্লাহ সম্মানীত করেছেন।সব অভাব মিটিয়ে পরিপূর্ণ সম্মাননা দিয়ে শেষ বিদায় দিয়েছেন ।
তাই আসুন এই মকবুল কাফেলায় অংশগ্রহণ করে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাসিল করি। আজ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মদিনা মসজিদ ও ইসলামিক সেন্টার ওল্ডহ্যাম ইউ কে শাখার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী তার ইংরেজি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।
বিশেষ অতিথির বক্তব্যে দারুল হাদিস লতিফীয়া নর্থ ওয়েস্ট ওল্ডহ্যাম শাখা কেন্দ্রের সিনিয়র শিক্ষক মাওলানা এম এ বাসিত আশরাফ তার ইংরেজি বক্তব্যে বলেন: “ছাহেব কিবলাহ ফুলতলী (রাহিমাহুল্লাহ্) কোরআন শরীফকে জীবনে সবচেয়ে বেশি আপন করেছিলেন শুধু মাত্র আল্লাহ ও তার হাবিবের নৈকট্য লাভের উদ্দেশ্যে। আর তাইতো প্রতিদিন বিশ্বের প্রতিটি প্রান্তে তার রুহাণী সন্তানেরা সহীহ শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে তার ইসালে সওয়াব পালন করছেন। দুনিয়ার জগতে তিনি যেমন ছিলেন মুকুটহীন সম্রাট, ইনশাআল্লাহ আখেরাতে ও আল্লাহ তার মাকবুল ওলীকে উচু মাক্বাম নসিব করবেন বলে বিশ্বাস করি । তাই আসুন শয়তানের অনুসারীদের বন্ধু না বানিয়ে রাহমানের অনুসারী অর্থাৎ ওলী আল্লাহদের বন্ধু বানাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও সফলতা দান করবেন।
‘দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট’ কর্তৃক অনুমোদিত মদিনা মসজিদ ও ইসলামিক সেন্টার ওল্ডহ্যাম ইউ কে শাখার মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ-এর ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণী অনুষ্টান আজ ১৯ আগস্ট ২০১৮ রবিবার সকাল ১১:০০ টায় সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন মসজিদের মুতাওয়াল্লী হাজী আবিদ মিয়া ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা আবু সালেহ মোহাম্মদ মামুন সাহেব ।
সভায় আরোও উপস্থিত ছিলেন যথাক্রমে
ক্বারী হাফিজ শাহজাহান, মাওলানা আব্দুল গণি , ক্বারী হাফিজ আক্বিদ হুসেইন, ক্বারী নাহিদুর রহমান, মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার মুরব্বিয়ান ।
ফলাফল ঘোষণা করেন শাখার প্রধান ক্বারী মাওলানা আবু সালেহ মোহাম্মদ মামুন সাহেব। প্রথম অধিবেশনে দোয়া পরিচালনা করেন প্রিন্সিপ্যাল সালমান আহমেদ চৌধুরী ফুলতলী। মিলাদ ও বিশেষ অতিথির দোয়ার মাধ্যমে সমাপনি অনুষ্টান সমাপ্তি হয়।
উল্লেখ্য এই বছর হাদিয়ে জামান, শামছুল উলামা, বিশ্ব ওলী আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী রাহিমাহুল্লাহ্’র প্রতিষ্ঠিত বিশ্বনন্দিত পবিত্র কোরআন প্রশিক্ষন কেন্দ্র ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের’অধীনে ২২০০ এর অধিক শাখার মাধ্যমে প্রায় ছয় লক্ষাধিক ছাত্র/ছাত্রী সহীহ শুদ্ধ কোরআন শিক্ষায় অংশগ্রহণ করছেন।