Home » মন্ত্রীর বউ পরিমনি!

মন্ত্রীর বউ পরিমনি!

বিনোদন প্রতিবেদক: 

শিগগিরই মন্ত্রীর বউ হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। পাঠক, শিরোনাম পড়ে ঘাবড়ে গেলেন বুঝি! হ্যাঁ ঠিকই পড়েছেন আপনি। তবে বাস্তবে নয়, পর্দায়। মন্ত্রীর বউ রূপে এবার পর্দায় হাজির হচ্ছেন লাস্যময়ী নায়িকা পরীমনি।

২০১৪ সালে রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। আর এই বিয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কোন মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে। আর এ বিয়ে নিয়ে মিডিয়ার মাতামাতির কোন কমতি ছিল না।

মন্ত্রীর বিয়ের প্রভাব পড়ে ঢালিউড চলচ্চিত্রেও! কিভাবে সেই আলোচনা তা সবারই কম বেশি জানা রয়েছে। ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার।

তিনি মন্ত্রী মহাদয়ের কাছের মানুষ হিসেবেই পরিচিত। মন্ত্রীর বিয়ের পর তিনি ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি সরকার।

ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও মন্ত্রীর বউয়ের চরিত্রে পরীমনি। গেল বছর ডিসেম্বরেই মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। তবে প্রযোজক আবুল হোসেন আশা করছেন সামনের বছরের ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করতে পারবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *