Home » সিলেট ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি শীর্ষক সেমিনার

সিলেট ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি শীর্ষক সেমিনার

ডেস্ক নিউজ:

অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই, ভারত-এর সিনিয়র কনসালটেন্ট ডা. রত্না দেবী বলেছেন, সাইবার নাইফ ও প্রটোন থেরাপী দিয়ে  ক্যান্সারের সফল চিকিৎসা করানো সম্ভব। কিন্তু বাংলাদেশে এ চিকিৎসা পদ্ধতির ব্যবস্থা নেই। ডা. রত্না দেবী রেডিয়েশন অনকোলজীর আধুনিক চিকিৎসা পদ্ধতির বর্ণনা দিয়ে বলেন, অতি শীঘ্রই ভারতে প্রোটন থেরাপী চিকিৎসা শুরু হবে। এর মাধ্যমে ক্যান্সারের সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা করানো সম্ভব। মেডিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস, সিলেট এবং অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই-এর যৌথ উদ্যোগে ‘নিউ এডভান্সমেন্ট অন অনকোলজি তথা ক্যান্সার রোগের সর্বশেষ চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে রিসোর্স পার্সন এবং কী- নোট স্পীকারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাকর্ভিউ মেডিক্যাল কলেজ, সিলেট-এর অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে শনিবার (১১ আগস্ট) বাদ জোহর মেডিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস-এর হলরুমে অনুষ্ঠিত হয়। মেডিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস-এর ম্যানেজিং ডিরেক্টর ডা. মাহমুদুল মজিদ চৌধুরী শাহিনের সঞ্চালনায় সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন অ্যাপোলো ক্যান্সার হাসপাতাল, ভারত-এর কনসালটেন্ট ডা. ভামশি কৃষ্ণা এম, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট-এর অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. ইসতিয়াক আলম রাসেল।  সেমিনারে প্যানেল স্পীকার হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ, সিলেট-এর সার্জারী বিভাগের বিভাগীয় সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ-এর মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. ইসমাঈল পাটোয়ারী। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মেডিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস-এর ডিরেক্টর ডা. সাদমান সাকিব। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য কালে ডা. ভামশী কৃষ্ণা এম মেডিক্যাল অনকোলজিতে ক্যান্সার চিকিৎসা সাশ্রয়ী ও সহজলভ্য বলে মন্তব্য করেন। ডা. মো. ইসতিয়াক আলম রাসেল বাংলাদেশের লাইনাক মেশিনসহ অনকোলজি চিকিৎসা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশেও সাইবার নাইফ ও প্রোটন থেরাপী মেশিনের প্রয়োজন রয়েছে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, প্রফেসর ডা. শেখ এ এইচ এম মেজবাউল ইসলাম, প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক, ডা. সরদার বনিউল আলম, ডা. ইস্তেফছার হোসেন, সার্জারী বিশেষজ্ঞ ডা. খালেদ মাহমুদ, ডা. এম এ কাইয়ুম, ডা. জসিম উদ্দিন, ডা. জাকির হোসেন তাপু, ই এনটি বিশেষজ্ঞ ডা. আজাদুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাজ্জাদুর রহমান, ডা. আরিফ উদ্দিন, ডা. ইয়াসমিন প্রমুখ। এছাড়া ডাক্তার এবং মেডিকেল সার্ভিসেস-এর কনসালটেন্টনহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *