সেচ্ছাসেবী সমাজউন্নয়ন সংগঠন আননূর ফাউন্ডেশন এর উদ্যোগে মানিকগঞ্জ এর ঘিওর উপজেলার কেল্লাইস্থ মনসুর উদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয় এ বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন এর আওতায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইস্কান্দার মির্জা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নূর ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারপার্সন জনাবা, সাজেদা কোহিনূর নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, তানভীর আনজুম তুষার, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গাছের চারা বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক জনাব তানভীর আনজুম তুষার বলেন ” দেশের প্রাকৃতিক বিপর্যয় রোধে বৃক্ষরোপন এর বিকল্প নেই, আর এই উদ্যোগ টা এই প্রজন্মের হাত ধরেই আসবে”। প্রধান অতিথি এর বক্তব্যে আন-নূর ফাউন্ডেশন এর চেয়ারপার্সন সাজেদা কোহিনূর নূর বলেন, ” দেশের জলবায়ু পরিবর্তন এর যে অশনিসংকেত আসছে তা থেকে বাঁচতে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।” আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী এর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
মানিকগঞ্জে ৩’শ গাছের চারা বিতরণ করলো আন-নূর ফাউন্ডেশন
