কুমিল্লা: কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস বিপরীতে ভারতের অভ্যন্তরে শ্রীমন্তপুর এলসিএস নামক স্থানে বিজিবি- বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।”
বুধবার সকাল সাড়ে ১০টা হতে ১২টা পর্যন্ত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এবং ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুরেন্দর কুমার ও ১৪৫ বিএসএফ কামন্ড্যান্ট শ্রী গণেশ কুমার এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবি অধিনায়ক সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলার জন্য বিএসএসফ কমান্ড্যান্টদের আমন্ত্রণ জানালে উভয় দেশের সীমান্তরক্ষী সহমত পোষন করেন।”
এছাড়াও মাদক পাচার, চোরাচালান দমন এবং নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সীমান্তে যে কোন ধরনের সমস্যা হলে ব্যাটালিয়ন কিংবা কোম্পানী কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে মত পোষন করেন। তাছাড়া বিজিবি-বিএসএফ উভয় দেশের সীমান্তরক্ষীদের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।”