Home » আমাকে আওয়ামী লীগ শেখাতে আসছেন : সোহেল তাজ

আমাকে আওয়ামী লীগ শেখাতে আসছেন : সোহেল তাজ

স্বৈরাচারী শাসনের বৈশিষ্ট্য নিয়ে স্ট্যাটাস দিয়ে পরে তা সংশোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। এরপর তাকে আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয়। তার স্ট্যাটাসটিতে আসতে থাকে একের পর এক নেতিবাচক মন্তব্য। মঙ্গলবারের এ ঘটনার আরেকটি স্ট্যাটাসে এ ব্যাপারে নিজের অবস্থান পরিস্কার করছেন সোহেল তাজ। বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন,

লাইফ লেসন:
যদি কোন বেক্তি আন্তরিক ভাবে সবার ভালোর জন্য অপ্রিয় সত্য কথা বলে তাহলে তাকে সবাই মিলে বুঝে না বুঝে তাদের পানচিং ব্যাগ বানিয়ে ফেলে।”

Where ignorance is bliss, ‘tis folly to be wise.
বোকার রাজ্যে ভাল কিছু বলার চেষ্টা করা হচ্ছে সবচে বড়ো বোকামি।

সবার কাছে মাফ চেয়ে সবার জন্য শুভ কামনা ও শুভেচ্ছা

প্রসঙ্গতঃ আমি আমার সব পোস্টই কম বেশি এডিট করি- যদি বানানে ভুল থাকে বা যদি কিছু অ্যাড করতে হয় I তাছাড়া আমি আমার পেইজে যা খুশি পোস্ট করব আর যখন খুশি এডিট করব তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। কে কখন শেয়ার করল বা অখুশি হল সেটা আমার দেখার বিষয় না।”

এডিট: আমি রাজনীতি করি না করতেও চাইনা- তাই আমি থোৱাই কেয়ার করি কে খুশি হল আর কে খুশি হল না।”

এডিট: বাপ্ দেশ স্বাধীন করে জীবন দিল আর মা আওয়ামীলীগ কে নতুন জীবন দিল আর অনেকে আমাকে আওয়ামীলীগ শিখাতে আসছেন ? সাবধান- সূর্যের চে বালুর তাপ বেশি হলে তা কার জন্য মঙ্গল আনবে না

এডিট: আর যারা পল্টি পল্টি বলে মুখে ফেনা তুলছেন- ইকটু আয়নায় তাকান- আপনাদের সময় যে কি তাণ্ডব হয়েছিল সেটার আমি নিজে সাক্ষী। বোমাবাজি, ধর্ষণ, গুম, বিনা বিচারে হত্যা করা, ২১ অাগস্ট গ্রেনেড হামলা, কিবরিয়া, আহসানুল্লাহ সহ শত শত হত্যাকান্ড
এডিট: নতুন নতুন আইন তৈরি করে লাখ লাখ মানুষকে মিথ্যে মামলায় ফেলা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *