ডেস্ক নিউজ:
সত্যের পথে অবিরাম যাত্রা এই স্লোগানকে ধারণ করে আসছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘জয়যাত্রা’। টেলিভিশনটি ইতোমধ্যে টেস্ট ট্রান্সমিশন শুরু করেছে। দেশের সকল খবর, শিক্ষা, সচেতনতা ও বিনোদনের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে যোগাযোগ স্থাপনেও জয়যাত্রা টেলিভিশন কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী হেলেনা জাহাঙ্গীর। ইতোমধ্যে রাজধানীর ২৬, ইস্কাটন রোড (৩য় তলা) একটি ডিজিটাল ষ্টুডিও স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নতুন এই ডিজিটাল ষ্টুডিও উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, সংগীতশিল্পী শুভ্রদেব, নির্মাতা দেবাশিষ বিশ্বাস, হাসান শরীফ, ফরিদুল আলম নিউটন, জানে আলম, শহিদুল ইসলাম শেখর, শহিদুর রহমান টেপা, এস এম মনি, ডালিয়া ইসলাম, মাহি উদ্দীন পলাশ, কমান্ডার ওয়াহিদ জামান, জিএম শাহজাহান ও জয়যাত্রা চ্যানেলের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ অনেকেই। উদ্বোধনকালে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘জয়যাত্রা’ টেলিভিশন ১৯৫ টি দেশে থাকা বাঙ্গালী প্রবাসীর সুখ দুঃখ তুলে ধরবে। আমি বিশ্বাস করি আমার এই পথ চলায় সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পাবো। ‘জয়যাত্রা’র জন্য শুভ কামনা জানিয়েছেন দেশের তারকা শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরাও।
বার্তা বিভাগ প্রধান