শুদ্ধবার্তাটুয়েন্টিফোর: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১৯, ২০ এবং ২১নং ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৭নং ওয়ার্ড গঠিত। এই সংরক্ষিত ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী নাজনীন আক্তার কনা ও নার্গিস সুলতানা গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সমান ভোট পেয়েছেন। ফলে এই ওয়ার্ডে আবার ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামী ১১ আগস্ট এই ভোট গ্রহণ করা হবে। সিসিকের ১৯, ২০ এবং ২১নং ওয়ার্ড মিলিয়ে গঠিত সংরক্ষিত ৭নং ওয়ার্ডে ১৪টি ভোট কেন্দ্রে পুনঃভোট গ্রহণ করা হবে। এ তথ্য জানান নির্বাচন কমিশনের উপ সচিব ফরহাদ হোসেন। তিনি জানান, ইতোমধ্যে তারিখ নির্ধারণ করে সিলেটের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ৩০ জুলাই সিসিক নির্বাচন হয়। নির্বাচনে সংঘাতের কারণে ২৪ ও ২৭নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ দুই কেন্দ্র হচ্ছে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুই কেন্দ্রেও আগামী ১১ আগস্ট ভোট গ্রহণ করা হবে।
বার্তা বিভাগ প্রধান