Home » দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে দিলেন- প্রধানমন্ত্রী

দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে দিলেন- প্রধানমন্ত্রী

বাস চাপা-শিক্ষার্থীর মৃত্যু-সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে বাসেরচাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজীবের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তাদের হাতে সমমূল্যের সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।”

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করেন বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।”

২৯ জুলাই জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে মীম ও আবদুল করিম নিহত হয়।”

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে।”

পরের দিন থেকে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। এক পর্যায়ে তা দেশের বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়তে শুরু করে।’

মেয়েটির বাবা তার সাক্ষাৎকারে বলেন, অপরাধীদের কঠোর শাস্তির কথা, আশা করি কঠোর শাস্তি হবে, প্রধানমন্ত্রী সান্তনা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন কঠোর শাস্তি হবে। বাবারা তোমরা যারা রাস্তায় কষ্ট করছো তোমরা ঘরে ফিরে যাও।’

মাননীয় প্রধানমন্ত্রীর সান্ত্বনা ও দোষীদের শাস্তির আশ্বাসের প্রেক্ষিতে কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *