Home » বৃষ্টি উপেক্ষা করেও সিলেটে আন্দোলনে হাজারো শিক্ষার্থী

বৃষ্টি উপেক্ষা করেও সিলেটে আন্দোলনে হাজারো শিক্ষার্থী

শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:

রাজধানী ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র শিক্ষার্থীদের চলমান আন্দোলন দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে কয়েকহাজার শিক্ষার্থী মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে চৌহাট্টা পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছেন।
বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এসময় তাদের মুখে মুখে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শোনা গেছে।
বেলা সোয়া ৩ টার দিকে বৃষ্টি আসলেও অবরোধ অব্যাহত আছে। এর আগে বেলা আড়াইটা থেকে অবরোধে নামে শিক্ষার্থীরা।
অবরোধের কারণে জিন্দাবাজার, রিকাবিবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা, চৌহাট্টা রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এসময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড, পোস্টার প্রদর্শন করছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে
‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ’
‘২০১৮ যুদ্ধ এখনও চলছে তবে ৭১ এর মত স্বাধীনতার জন্য নয় নিরাপত্তার জন্য’
‘হোয়েন ইনজাস্টিস বিকামস ল’ রেভুল্যাশন বিকামস ডিউটি;
‘উই ওয়ান্ট জাস্টিস’।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *