শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:
উপমহাদেশের প্রখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৯তম ওরস চলছে। এই ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ শাহজালালের মাজার এলাকায় জড়ো হয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওরস। কাল শুক্রবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। প্রতি বছরই শাহজালালের ওরসে ঢল নামে মানুষের। তাঁর ভক্ত, আশেকানদের পদচারণায় এবারও মুখ দরগাহ এলাকা।
বৃহস্পতিবার দিনভর মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকালে আওয়ামী লীগ নেতারা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বিকেলে বিএনপি নেতৃবৃন্দ মাজারে গিলাফ প্রদান করেন। এদিকে, ওরসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বসানো হয়েছে সিসিটিভিও। ওরসকে কেন্দ্র করে নগরীর ৫টি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সড়কগুলো হলো আম্বরখানা-চৌহাট্টা রাস্তা, দর্শন দেউরী-ঝর্ণারপাড় রাস্তা, রাজার গলি থেকে মাজারের প্রধান গেইট পর্যন্ত রাস্তা, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ থেকে ঝর্ণারপাড় রাস্তা, আলিয়া মাদরাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট থেকে শহিদ মিনার গেইট পর্যন্ত। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব বলেন, শাহজালাল (রহ.) ওরস উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবদিক বিবেচনা করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বার্তা বিভাগ প্রধান