ডেস্ক নিউজ:
নারী উদ্যোক্তা, সমাজসেবক, সংগঠক, টেলিভিশন ব্যাক্তিত্ব, উপস্থাপক হিসেবে পরিচিত হেলেনা জাহাঙ্গীর। প্রযোজক ও পরিচালক হিসেবেও উঠে আসছে তার নাম। এই বহগুণে গুণান্বিত মানুষটি এবার বিয়ের প্রস্তাব পেলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কাছ থেকে তা ফিরিয়েও দেননি তিনি। সেই প্রস্তাব মেনে নিয়েছেন হেলেনা! মূলত এটি ঘটেছে পর্দায়, বাস্তবে নয়। একটি টেলিভিশন অনুষ্ঠানেই ঘটেছে ঘটনাটি। জয়ের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন হেলেনা জাহাঙ্গীর ও নায়ক জায়েদ খান। সেখানে এই নারী উদ্দ্যেক্তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জয়, এমনটাই জানান হেলেনা। জয়ের সে অনুষ্ঠানে হেলেনা তার বর্তমান ব্যস্ততা, ব্যবসা ও আজকের এই সফলতার রহস্যসহ বিভিন্ন বিষয়ের কথা জিজ্ঞাসা করেছেন। আর তিনিও সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। এদিকে, ‘সেন্স অব হিউমার’র এই পর্বটি খুব শিগগির এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান জয়।
বার্তা বিভাগ প্রধান