Home » দলীয় প্রার্থীর হার‌ ‌‌সাংগঠনিক দূর্বলতা- ওবায়দুল কাদের

দলীয় প্রার্থীর হার‌ ‌‌সাংগঠনিক দূর্বলতা- ওবায়দুল কাদের

শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী কামরানের হারের পেছনে ‘সাংগঠনিক দূর্বলতা’কে দায়ী করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এই পরাজয়কে খাটো করে না দেখে তিনি জানিয়েছেন, ‘আমরা বিজয়ের দ্বারপ্রান্তে ছিলাম।’ মঙ্গলবার তিন মহানগরের ভোট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব বিষয় তুলে ধরেন তিনি। বিএনপির মহাসচিব ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে বৃহস্পতিবার মহানগরগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছেন। তবে তিনি সিলেটে নতুন করে ভোট চাননি। এর জবাবে কাদের বলেন, ‘এখন তারা সিলেটেরটা ও পুর্নর্নির্বাচন দাবি করুক? দুটো কেন দাবি করছেন? এখন আর তারা প্রত্যাখ্যানের কথাও বলেন না, পুর্নর্নির্বাচনের কথাও বলেন না।’ ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশনের ভোট গণনা শেষে আরিফুল জয়ের দ্বারপ্রান্তে। ১৩৪টি কেন্দ্রের মধ্যে স্থগিত দুই কেন্দ্রে ভোটের সংখ্যা দুই প্রার্থীর মধ্যে ব্যবধানের চেয়ে সামান্য বেশি হওয়ার পরও আরিফুলের জয় আটকাবে না, সেটাও নিশ্চিত হয়ে গেছে।  তাই ওবায়দুল কাদের আরিফকে অভিনন্দন জানিয়ে বলেন-‘সিলেট সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী পাস করেছে। আমরা তাকে অভিনন্দন জানাই। সেখানে আমাদের সাংগঠনিক দূর্বলতার কারণেই তাদের প্রার্থী জয়লাভ করেছে।’ সোমবার ভোট চলাকালে দুপুর একটার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া লিখিত অভিযোগে আরিফ ভোট স্থগিতের দাবি জানিয়েছিলেন। কাদের বলেন, ‘আমরা জানতে চাই বিএনপি প্রার্থী কি সেখানে পুন:নির্বাচন চান?’
সিলেটে অল্প ভোটের ব্যবধানকে পরাজয় হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘না, সিলেটকে আমরা হার মনে করছি না, কারণ আমরা বিজয়ের দ্বারপ্রান্তে ছিলাম।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *