শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:
সিলেট সিটি কর্পোশেনের ২২নং ওয়ার্ডের পুন:নির্বাচন করার দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জনের মধ্যে ৫ জন প্রার্থী। ২২ নং ওয়ার্ডে ভোট নয় ও লুট হয়েছে অভিযোগ করে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল অডিটোরিয়মে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দীন লিখিত বক্তব্যে বলেন, ৩০ জুলাই সকাল ৮টা নির্বাচন শুরু হয়। যথারীতি আমরা কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। কিন্তু হঠাৎ সকাল ১১টায় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম শুরু হয়। ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম তার বহিরাগত সন্ত্রাসীরা দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের প্রত্যেকটি কেন্দ্রে উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্রে আসতে না দিয়ে কেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে। এ বিষয়টি পোলিং, প্রিজাইডিং অফিসার, পুলিশ, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বলেও কোনো লাভ হয়নি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ তাদের নেতাকর্মীদের হুমকি-ধমকি হয়রানি ও গ্রেফতারের তাদের কথা রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করি। উপস্থিত থাকা কিছু ভোটার এসব কর্মকান্ড দেখে তারা ভয়ে পালিয়ে যান। আমরা কোন উপায় উন্তর না দেখে ২২নং ওয়ার্ডের প্রহসন মূলক নির্বাচন বন্ধ করি এবং রির্টানিং অফিসারের নিকট দরখাস্থ দিয়ে ভোট বন্ধের আহবান জানাই।
তিনি বলেন, যেহেতু ওয়ার্ডে নির্বাচন সুষ্ঠ হয়নি তাহলে এই নির্বাচন আবার পূর্ণনির্বাচন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্পন্নের আহবান জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী মো. দিদার হোসেন রুবেল, মো. ফজলে রাব্বী চৌধুরী, মো. ইব্রাহীম খান ছাদেক, মো. আবু জাফর।
বার্তা বিভাগ প্রধান