Home » সিলেটে ভোট গণনা স্থগিতের আবেদন জানিয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটে ভোট গণনা স্থগিতের আবেদন জানিয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ

শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:  সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ভোট গণনার স্থগিতের আবেদন জানিয়েছেন।  সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো: আলীমুজ্জমান বরাবর লিখিত আবেদনে ভোট গণনা স্থগিতের আবেদন জানান।  জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ১৩৪টি কেন্দ্রের মধ্যে স্থগিতকৃত ২টি ছাড়া বাকি ১৩২টির মধ্যে ১১১ট কেন্দ্রের ফলাফলে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান প্রথম দিকে প্রাপ্ত ফলাফলগুলোতে এগিয়ে থাকলেও শেষ দিকে এগিয়ে গিয়েছেন আরিফ। ১১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে কামরান পেয়েছেন ৭১ হাজার ৯৯৭ ভোট এবং আরিফ পেয়েছেন ৭৬ হাজার ৫০৫ ভোট।  তবে নৌকা মার্কার নির্বাচনী এজেন্টদের দেওয়া ভোটের হিসাবের সাথে নির্বাচন কমিশন থেকে দেওয়া ফলাফলে গড়মিল থাকায় ভোটগ্রহণ স্থগিতের আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *