Home » বরিশালে কারচুপির অভিযোগে বিএনপির ভোট বর্জন

বরিশালে কারচুপির অভিযোগে বিএনপির ভোট বর্জন

আহমেদ ইসমাম: বরিশালে কারচুপির অভিযোগে ভোট শুরুর ৪ ঘন্টার মাথায় বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার নির্বাচন বর্জন করেছে। দুপুর ১২টার সময় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে ফশফন। তিনি অভিযোগ করে বলেন, একাধিক কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রার্থীর সমর্থকদের ধানের শীষের এজেন্ট সাজিয়ে কেন্দ্রে বসানো হয়েছে। কাউনিয়ার সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এরকম একজনকে হাতেনাতে ধরে ফেলার কথাও জানান সরোয়ার। পরে প্রশাসন তাকে ছেড়ে দেন বলে অভিযোগ করেন তিনি।’

তিনি বলেন, কেন্দ্রের বাইরে ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী পাহারা দিচ্ছে। এতে সাধারণ ভোটারদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। ক্ষমতাসীন দলের প্রার্থী যেকোনো ভাবে ভোটের ফলাফল তার পক্ষে নিতে মরিয়া হয়ে উঠেছে। তবে ভোটাররা যদি ৪টা পর্যন্ত ভোট দিতে পারেন ভোট গণনায় তিনি এগিয়ে থাকবেন বলেও জানান বিএনপির এ মেয়র প্রার্থী।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *