Home » তিন সিটি ভোটগ্রহণ চলতেছে

তিন সিটি ভোটগ্রহণ চলতেছে

সিলেট,রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরপিতা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।আজ সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যেই ভোটকেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তিন সিটি করপোরেশনে মোট ১৭ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আট লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নগরপিতা নির্বাচিত করবেন,

নৌকা-ধানের শীষসহ রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীকের কারণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এ সিটি নির্বাচন পেয়েছে জাতীয় নির্বাচনের আমেজ। নির্বাচনী প্রচার-প্রচারণা, অভিযোগ-পাল্টা অভিযোগে জমে উঠেছে এ নির্বাচন।
তিন সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয় শনিবার রাত ১২টায়।

সিলেট সিটি করপোরেশন
সিলেট সিটিতে ছয়জন মেয়রপ্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১২৭ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩৪টি ভোটকেন্দ্রের মধ্যে প্রার্থীদের বাড়ির কাছাকাছি কেন্দ্রসহ মোট ৮০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে শনাক্ত করেছে নির্বাচন কমিশন। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২।
সিলেটে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরী মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে ২০-দলীয় জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে জোট শরিক জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের।

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটিতে দলীয় প্রতীকের নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান মাহবুব, জাতীয় পার্টির (বহিষ্কৃৃত) ইকবাল হোসেন তাপস, বাসদের ডা. মনীষা চক্রবর্তী ও সিপিবির অ্যাডভোকেট একে আজাদ।
সাধারণ কাউন্সিলর পদে ৯৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। বরিশালে ১২৩ টির মধ্যে ১১২ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এখানে চারটি ওয়ার্ডের ১১ কেন্দ্রে ইভিএমে ভোট হবে।
রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহী সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিল পদে ১৬২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের ১০০ ও ১০১ নম্বর- এ দুটি কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ নারী এবং পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। এখানে ১৩৮ কেন্দ্রের মধ্যে ১১৪টি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *