শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: উৎসব মুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে আছেন সিলেটবাসী। নগরের জন্য এবার জনবান্ধব একজন অভিভাবক নির্বাচিত করবেন ভোটাররা। এদিকে, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের নিরাপত্তায় প্রস্তুত রয়েছেন তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ২৭টি ওয়ার্ড নিয়ে সাড়ে ২৬ বর্গকিলোমিটারের সিলেট নগরী, ২০০২ সালে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়। এবার মোট ভোটার তিন লাখ ২১ হাজার সাত’শ ৩২জন। নির্বাচনকে ঘিরে নগরবাসীর মধ্যে বইছে অনেকটা উৎসবের আমেজ। অতীতের এখানকার সবগুলো নির্বাচন হয়েছে কোন ধরণের প্রশ্ন ছাড়াই। ৩০শে জুলাইয়েও একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা নাগরিকদের। প্রতিশ্রুতিতে বিশ্বাস নয়, নগরের উন্নয়ন হবে এমন প্রার্থীকেই এবার বেছে নিতে চান ভোটাররা। তারা বলেন, ‘যিনি উন্নয়নের পাশাপাশি জনগণের সুখে দুখে পাশে থাকবেন তাকেই আমরা ভোট দেবো। ভোটাররা হাসি মুখে ভোট কেন্দ্রে যাবে। হাসিমুখে আবার ফিরে আসবে। ‘ ১৩৪টি কেন্দ্রের নয়’শ ২৬টি বুথে নেয়া হবে ভোট। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তিন হাজারের মতো নির্বাচনী কর্মকর্তা। নগরের চার নম্বর ওয়ার্ডের ২টি কেন্দ্রে ব্যবহার হবে ইভিএম। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বলেন, ১৩৪ জন প্রিজাইডিং অফিসার থাকবেন। ৯২৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন। এবং ১৮৫২ জন পোলিং অফিসার থাকবে। দুইটি কেন্দ্রে ইভিএম হচ্ছে। প্রার্থীদের প্রতি আহ্বান আপনারা শেষ পর্যন্ত আচরণ বিধি মেনে উৎসব মুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন সিলেট বাসীকে উপহার দিবেন। আর নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ম্যাজিস্ট্রেটরা। নাশকতা এড়াতে থাকবে পুলিশের আলাদা টিম। এসএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘প্রতিটি কেন্দ্রে ১ জন এসআই ও ৫ জন কনস্টেবল থাকবে। নারী কেন্দ্রে ২ জন নারী কনস্টেবল থাকবে। এছাড়াও আনসারের ক্ষেত্রে একজন পিসি এবং এপিসি থাকবে। এছাড়া প্রতি ৩ কেন্দ্রে একটি মোবাইল কোর্ট থাকবে।’ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ২৬টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে কাউন্সিলর পদের নির্বাচন। পাশাপাশি নির্বাচন হবে ৯টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও।