শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। আজ শনিবার দুপুর থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। বিজিবি, সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল মো. নাসির উদ্দিন জানান, সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে। তারা নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে কাজ করবে। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. অলিমুজ্জামান জানিয়েছেন, নির্বাচনে বিজিবির সাথে র্যাবের ২৭টি টিম কাজ করবে। এছাড়া পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও থাকবেন। সিলেট সিটিতে ১৩৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের ৮০টিই ‘ঝুঁকিপূর্ণ’। এ কেন্দ্রগুলোতে ২৪ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। বাকি কেন্দ্রগুলোতে থাকবেন ২২ জন করে। সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, ১৩৪টি ভোটকেন্দ্রে দুই হাজার ৯৪৮ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন।