Home » বাংলাদেশির ১৪ মরদেহ শনাক্ত নেপালে

বাংলাদেশির ১৪ মরদেহ শনাক্ত নেপালে

অনলাইন ডেস্ক : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস২১১ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ১৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

শনিবার বিকেলে কাঠমান্ডু টিসিং হাসপাতালে বাংলাদেশি সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশি মেডিক্যাল টিমের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

শনিবার পর্যন্ত ২৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫ বাংলাদেশি ছাড়াও ১০ জন নেপালি ও একজন চীনের নাগরিক রয়েছে।

শনাক্ত করা মরদেহগুলো হলো- বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ ও খাজা সাইফুল্লাহ।

ডা. সোহেল মাহমুদ ব্রিফিংয়ে আরও বলেন, নেপাল ও চীনা নাগরিকের মরদেহ স্বজনরা গ্রহণ করার পর বাংলাদেশিরা মরদেহ দেখার সুযোগ পাবেন। এছাড়া রোববার আরও কয়েকটি মরদেহ শনাক্ত করা যাবে বলে আশা করছি। আর যাদের মরদেহ সাধারণ প্রক্রিয়ায় শনাক্ত করা যাবে না, তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *