শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর টিলাগড় এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন সিসিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টানা ৪র্থবারের কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।
শুক্রবার জুম্মার নামাজ শেষে টিলাগড় বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত বিশ্বের দোড়গোড়ায় পৌঁছেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা মুজিবুর রহমান মানিক, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নুরুল ইসলাম মাখন, পূবালী ব্যাংকের সাবেক জিএম সিরাজুদ্দৌলা, সেন্ট্রাল উইমেন্স কলেজের ডাইরেক্টর একেএম ফজলুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, সিনিয়র যুবলীগ নেতা মিনার আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, ২১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সুহেল, ব্যবসায়ি আবুল কালাম প্রমুখ।