Home » বহিরাগতদের সিলেট নগরী ত্যাগ করার নির্দেশ

বহিরাগতদের সিলেট নগরী ত্যাগ করার নির্দেশ

 

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:  সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন সোমবার। নির্বাচনকে সুষ্ঠু করতে বহিরাগতদের সিলেট নগরী ত্যাগ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২৭ জুলাই (শুক্রবার) মধ্যরাতের (১২টা) আগে নগরীতে যেসব বহিরাগত আছেন, তাদেরকে নগরী ত্যাগ করতে হবে। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল থেকে বহিরাগতদের নগরী ছাড়তে দেখা গেছে। আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতেও পর্যটক বা ভ্রমণপিয়াসীদের বুকিং বন্ধ রয়েছে।  শুক্রবার মধ্যরাতের (১২ টা) পর কোনো বহিরাগতকে নগরীতে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। কর্মজীবী ও নিয়িমত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে অন্য কেউ থাকতে পারবেনা এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সিলেটের সহকারী কমিশনার এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশন মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *