সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন বলে আশা করছেন স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব।’
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় সিলেট মহানগর জামায়াতের আমির ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সময় একথা বলেন।’
বুধবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে এক সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ জামায়াত ইসলামীকে মেয়র প্রার্থী সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অলি আহমদের কথার পরিপ্রেক্ষিতে এহসানুল মাহবুব বলেন, ‘আমরা তো ২০-দলীয় জোটের প্রার্থিতা চেয়েছিলাম। আমাদের প্রত্যাশা, তারা আমাদের সমর্থন দেবেন। জোটের স্থানীয় পর্যায়ের অধিকাংশ নেতা এখানে উপস্থিত আছেন। উঠোন বৈঠক, গণসংযোগ, পথসভা সবখানেই জোটের নেতারা আমাদের সঙ্গে থাকেন। তাই এখনো আমরা সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পাশাপাশি লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বিজিবির (পার্থ) মহানগরের সদস্যসচিব নুরুল আম্বিয়া রিপন, ইসলামী ঐক্যজোটের মহানগরের সভাপতি জহুরুল ইসলাম, জাগপা মহানগরের সভাপতি শাহজাহান কবীর রিপন, এনডিপি জেলার সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।”