শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
আসন্ন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বদর উদিাদন আহমদ কামরান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন। আগামীকাল বুধবার বেলা ১২টার সময় নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন হোটেলে ইশতেহার ঘোষনা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে সিলেটে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।