সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারত এবং আরো ৯টি এশিয় দেশের সামগ্রিক অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে যাবে। ডিবিএস প্রতিবেদন জানায়, এশিয়ার দশটি দেশের অর্থনীতিতে দ্রুত প্রবৃদ্ধি এবং অব্যাহত বিনিয়োগের সম্ভাবনায় তাদের নতুন গতি সঞ্চার হয়েছে। এই দশটি বৃহৎ অর্থনীতি হলো চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিন কোরিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ড। ২০৩০ সালের মধ্যে এই দেশগুলির সামগ্রিক অর্থনৈতিক উৎপাদন ২৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। যা যুক্তরাষ্ট্রের চাইতেও হবে অনেকগুণ বেশী।”
ডিবিএস ব্যাংক আরো জানায়, ২০৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি বর্তমান অবস্থানে থাকলে ২২.৩৩ লাখ কোটি ডলারের হবে। তবে, মার্কিন অর্থনীতিতে মন্দাভাব নেমে আসার দৃঢ় সম্ভাবনা রয়েছে। একই সময় এশিয়ার দেশগুলির জন্য রয়েছে শক্তিশালি উন্নয়ন সম্ভাবনা। ফলে, ২০৩০ সাল নাগাদ তাদের সামগ্রিক অর্থনীতির আকার হবে ২৮.৩৫ লাখ কোটি ডলারের।’ ইকোনোমিক টাইমস