Home » উত্তরাঞ্চলের ২২ আসন নিয়ে শরিকদের বন্টনে জাতীয় পার্টির ভুমিকা সব থেকে বেশি

উত্তরাঞ্চলের ২২ আসন নিয়ে শরিকদের বন্টনে জাতীয় পার্টির ভুমিকা সব থেকে বেশি

ডেস্ক নিউজ:  পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, উন্নয়নের পরিবর্তন আনতে চাইলে লাঙ্গল প্রতীকে ভোট দিবেন। দেশে বিধিমত নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোন সন্দেহ নেই। আপনারা ভোট দিবেন, ভোট রক্ষা করার দায়িত্ব আমাদের।

রোববার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ভুমি অফিস মাঠে স্থানীয় জাপা’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ২২ আসন নিয়ে শরিকদের বন্টনে জাতীয় পার্টির ভুমিকা সব থেকে বেশি। এরশাদ ঠিক করবেন ২২ আসনের ক’টি নৌকা আর ক’টি লাঙ্গল পারে। এমপি হোক, মন্ত্রী হোক ভোট কারচুপি করার কোন সুযোগ নেই।

ভেলাবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে কর্মী সসমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসীর, যুগ্ন সমাজ কল্যাণ বিষয় সম্পাদক রোকন উদ্দিন বাবুল, আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজির হোসেন আহম্মেদ, সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান সবুজ প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *