Home » মহেশখালীর দূর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান (আটক দুই)

মহেশখালীর দূর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান (আটক দুই)

চট্টগ্রামের মহেশখালীর দূর্গম পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭। এ ঘটনায় আব্দুল হাকিম ও মো. শহীদুল্লাহ্ নামে দু’জনকে আটক করা হয়। তারা দু’জনেই অস্ত্র তৈরীর কারিগর ও বিক্রেতা। শনিবার গভীর রাতে এ কারখানা খুঁজে বের করা হয় বলে র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মিনতানুর রহমান অভিযান স্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।”

তিনি শনিবার দিবাগত রাত ১টার দিকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারামেশতারা বাজার থেকে আব্দুল হাকিম ও মো. শহীদুল্লাহ্ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা দু’জনেই অস্ত্র তৈরীর কারিগর ও বিক্রেতা। পরে তারা দু’জন জিজ্ঞসাবাদে স্বীকার করে যে, দীর্ঘ দিন ধরে তারা দেশিয় প্রযুক্তি ব্যবহার করে রাইফেল, বন্দুকসহ বিভিন প্রকারের অস্ত্র তৈরী করে আসছে। অস্ত্র তৈরীর পর সেগুলো কালো বাজারে অপরাধীদের কাছে বিক্রি করা হয়। মহেশখালীর পাহাড়ে তাদের একটি অবৈধ অস্ত্র তৈরীর কারাখানা আছে বলে স্বীকার করে।”

আমরা হাকিম ও শহীদুল্লাহকে নিয়ে সেই অস্ত্র তৈরীর কারখানায় আসি। কারখানাটিতে দেশি তৈরী রাইফেল, বন্দুক, ওয়ান স্যুটারসহ বিভিন্ন ধরনের ‘অনেক অনেক’ অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর এই সিনিয়র এএসপি আরো বলেন, আমরা এখনো অভিযানে রয়েছি। প্রথম কারখানায় বিপুল পরিমানে অস্ত্র পেয়ে আটক হাকিম ও শহীদুল্লাহকে আবারো ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের আরো এমন গোপন কারখানা রয়েছে। অন্য কারখানোগুলো খুঁজে বের করতে অভিযান চলছে। খুঁজে পাওয়া কারখানায় কি কি ধরণের ও কতগুলো অস্ত্র পাওয়া গেছে এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখন পাহাড়ের উপরে রয়েছি। তালিকা করা হচ্ছে, শেষ হলে জানাব।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *