নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্বরনে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বৃক্ষরোপন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করা হয় এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদের স্বরনে মোট আট হাজার বৃক্ষরোপন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু জাফর মোহম্মদ সালেহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা যোগেন্দ্রনাথ সেন, ডিমলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
নির্বাহী সম্পাদক