ডেস্ক নিউজ: আন্ডারডগ’ হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলতে গিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু সবাইকে চমকে দিয়ে আকাশ ছুঁয়েছে তারা দারুণ পারফরম্যান্স দেখিয়ে। ২০ বছরে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে পেয়েছে সেরা সাফল্য। শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ হয়নি। তাতে কী! দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে লুকা মদরিচরা। রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্সের কাছে ফাইনাল হারের পরও দেশে ফিরে দেশবাসীর উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জাৎকো দালিচ শিষ্যরা। ছাদখোলা বাসে করে রাস্তার দুই পাশে দাঁড়ানো ভক্ত-সমর্থকদের অভিবাদনে সাড়া দিয়েছেন আন্তে রেবিচ-মারিও মানজুকিচরা। পুলিশি প্রহরায় তাদের বাস চলেছে রাস্তা দিয়ে। আর অটোগ্রাফ শিকারিদের আবদারও মিটিয়েছেন খেলোয়াড়রা। বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়া, আর্জেন্টিনা ও আইসল্যান্ডকে হারিয়ে নকআউটে ওঠে ক্রোয়েশিয়া। তারপর নকআউটে ডেনমার্ক ও রাশিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে দেশটি। কিন্তু হেরে যায় ৪-২ গোলে।
বার্তা বিভাগ প্রধান