ক্রোয়েশিয়াকে হারিয়ে ২১তম ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। সেই সুবাদে প্রাইজমানি হিসেবে পেল ৩৮ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১৮ কোটি ৩৪ লাখ টাকা। অপরদিকে রানার্স-আপ দল ক্রোয়েশিয়া পেয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৪ কোটি ৫৭ লাখ টাকা।” প্রাইজমানি সংক্রান্ত এ তথ্য আগেই জানিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেয়া হবে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বিশ্বকাপে পুরস্কার মূল্য ৪২ মিলিয়ন মার্কিন ডলার বেশি।”
কত টাকা প্রাইজমানি পেল বিশ্বকাপ জয়ীরা!!
