রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে বিরল এই অর্জন নিজের করে নিয়েছেন টটেনহ্যাম হটস্পারে খেলা এই ইংলিশ তারকা। মোট সাত ম্যাচ থেকে তিনি করেছেন ৬ গোল। কেন সবকটি গোল করেছেন প্রথম চারটি ম্যাচে। যার তিনটিই এসেছে পেনাল্টি থেকে।”
ক্যানের ছয়টি গোলের মধ্যে তিউনিসিয়ার বিপক্ষে দুটি, পানামার বিপক্ষে তিনটি ও কলম্বিয়ার বিপক্ষে একটি গোল করেছেন। যদিও সেমিফাইনালে হারের পর বেলজিয়ামের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরে যায় তার দল ইংল্যান্ড।”
ইংলিশ ফুটবলারদের মধ্যে এর আগে কেবল গ্যারি লিনেকারের কেবল গোল্ডেন বুট পুরস্কার জয়ের রেকর্ড আছে। ১৯৮৬ বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ৬ গোল করেছিলেন। ”
গোল্ডেন বুট জয়ের দৌড়ে কেনের পরেই ছিলেন দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও অ্যান্টনি গ্রিজম্যান। তারা দুজনই রাশিয়া বিশ্বকাপে চারটি করে গোল করেছেন। এছাড়াও চারটি করে গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, রাশিয়ার দেনি চেরিসভ ও বেলজিয়ামের রোমেলো লুকাকু।”