দক্ষিণ সুরমা থানা লালাবাজারে সাতমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিন জন ।
নিহতরা হলেন- লালাবাজার সাতমাইল এলাকার আসক আলীর ছেলে মাহবুবুল আলম (৩০), জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি এলাকার অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৪৫) ও ওসমানীনগর উপজেলার তাজপুরের জ্যোতিন বিশ্বাস চক্রবর্তীর স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)। মাহবুব মোটরসাইকেলে এবং কাজল ও শিউলি বাসযাত্রী ছিলেন।
মাহবুব ও কাজল ঘটনাস্থলে নিহত হন। আহত হওয়ার পর শিউলিকে ভর্তি করা হয় ওসমানী হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান তিনি।
শিউলি চক্রবর্তীর আত্মীয় অরুণ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার দুপুরে সাতমাইল নামক স্থানে দুটি বাস, একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন জন নিহত ও ৩০ জন আহত হন। দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে মর্গে পাঠায়। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।